ভুল করেছো ভুল!
======================@@@

ভুল করেছো ভুল!
দেখবে ভেবে হাট্টিমা টিম
আশায় গেঁথে ফুল -
ভুল করেছো ভুল!

চাঁদ কি উঠে বাঁশ বাগানে
কাজলা দিদির বাড়ি?
তালগাছ হারা গৈ গাঁ যাচে
কানাবগির আড়ি!
নোটন নোটন পায়রাগুলি
পর করেছে সাঁঝের বুলি
জেনেও তুমি আঁকতে গেছো
ছোট্ট নদীর কূল? -
ভুল করেছো ভুল!

আজ কি বোঝে কুঁড়ের ছেলে
বৈঠা খেয়ার প্রীতি?
আম দু’ পাতার পাগলা ঘোড়া
শুধুই ছেঁড়া স্মৃতি!
কিচ্ছা রলে দাদুর কাছে
না নিতো না বোয়াল মাছে!
জেনেও কেনো খুঁজতে গেছো
ঝাঁকড়া মাথার চুল? -
ভুল করেছো ভুল!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০১/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন