ভয়ংকর কিসিমের শ্রেষ্ঠ
==========================@@@

যুদ্ধ করেই বাঁচতে হয় প্রতিটি প্রাণিকে,
এই জগত সংসারে।
মানুষকে তো বটেই!
পারিপার্শ্বিকতার সাথে
সামাজিকতার সাথে
প্রাকৃতিক বৈরীতার সাথে, প্রতিনিয়ত।

’ভোর হয় না কেন! হয় না কেন!’
বলতে বলতে সেই যে যুদ্ধের শুরু
শেষ হয় -
’কতো অল্প সময়ে ফুরিয়ে গেলো আয়ুষ্কাল!’
নিমজ্জিত রয়ে এহেন ভাবনার সাগরে।
’অবসর চাই! অবসর চাই!’ (মধ্যখণ্ডন)
শুধু কথার কথা মাত্র।
বিরতিহীন যুদ্ধ করেও -
ক্লান্ত হয় না কেউ প্রকৃতপক্ষে এই সুদীর্ঘকাল।
শিরা উপশিরাও ঠিক বুঝে নেয় ‘যুদ্ধই জীবন।’

ক্লান্ত হয় -
নিজের সাথে নিজে লড়তে লড়তে, অবশেষে
একান্তে
সঙ্গোপনে,
নিশ্চয় এ’ যুদ্ধই ‘ভয়ংকর কিসিমের শ্রেষ্ঠ’।

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগা।
২৩/১০/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন