ভীষণই থাকতাম খুশি
=====================@@@

শুষ্কতার ঘাতে যদি রয় মেঘহীন
জীবনের এ’ গগন কভু,
আষাঢ়ে ঢলের মতো তালকানা হোক
চাইনি বুকের ধারা তবু।

ক্ষীণ শিশিরের সম পেলে পরমায়ু
আহত কালের কোন কূলে,
ভীষণই বিদায় বেলা থাকতাম খুশি
ঝরতে পারলে ঘাসমূলে।

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৫/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন