লক্ষ্য করে বলো!
এই যে মুঠোয় দশ টাকার নোট
আছে কোন ফুটো?
ক্যামনে হলো দু'টো?
গড়তে পারি এমনিভাবেই
ভেড়া থেকে উটও!
লাগ ভেলকি লাগ
স্পষ্ট দু'টো দাগ
মাঝে রেখে বেল,
ঢেকেই নিলাম কাপড় তুলে
দেখবে শুঁকে তেল!
তোমার পকেট আমার আশা
হয় যদি তা ভালোবাসা
নায়ক কি নয় খলও?
লক্ষ্য করে বলো!
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
অনেক অনেক শুভকামনা রইলো সম্মানিত কবি।
আনন্দমুখর পরিবেশে চমৎকার জাদুর আসর বসিয়েছেন প্রিয় কবি,
শুভেচ্ছা অবিরাম।