ভালোবাসি তোরে!
======================@@@
ভালোবাসি তোরে হে মোর জননী!
ভালোবাসি তোর ছায়া,
ভালোবাসি তোর মায়াবী লোচন
চিরল চিরল মায়া।
ভালোবাসি তোর প্রীতি গীতে গাঁথা
ভালোবাসি তোর সেলাইয়ের কাঁথা
ভালোবাসি তোর শস্যের ভাঁড়ে
স্বপ্নের গড়া ক্ষণ -
ভালোবাসি তোর পুষ্পিত বুকে
ভ্রমরের গুঞ্জন।
ভালোবাসি তোরে হে মোর জননী!
ভালোবাসি তোর কেশ,
ভালোবাসি তোর প্রতি পদাঘাত
গুরুতার অনিঃশেষ।
ভালোবাসি তোর ঋতুর চাদর
ভালোবাসি তোর সরলা আদর
ভালোবাসি তোর অটল পাঁজরে
পরহিতে জাগা পণ -
ভালোবাসি তোর ভাঙা বাতায়নে
হিম হিম সমীরণ।
ভালোবাসি তোরে হে মোর জননী!
ভালোবাসি তোর বুলি,
ভালোবাসি তোর চপল চরণ
যমুনা কর্ণফুলী।
ভালোবাসি তোর খলবলে হাসি
ভালোবাসি তোর গোধূলির বাঁশি
ভালোবাসি তোর সবিনয়ে চলা
হৃদয়ের স্পন্দন -
ভালোবাসি তোর শ্যামলা আঁচলে
বেড়ে উঠা তপোবন।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
27/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন