ভালোবাসি সখী ভালোবাসি তোরে
=======================@@@
ভালোবাসি সখী ভালোবাসি তোরে
জোড়া শালিকের মতো,
ভালোবাসি বলে স্মৃতির শ্রাবণে
ভিজি নিতি অবিরত।
ভালোবাসি বলে নীরদের ভেলা
এ হৃদের চির বাসি,
নিভৃতে খুঁজি ভালোবাসি বলে
কাজলা বিলের হাসি।
ভালোবাসি সখী ভালোবাসি তোরে
জোড়া ফড়িঙের মতো,
ভালোবাসি বলে বারোটার ট্রেনে
সাজাই নিতি শ’ ক্ষত।
ভালোবাসি বলে মধু মাখা পণ
ঘুড্ডির মতো উড়ে,
ক্ষীণ যা স্বপ্ন ভালোবাসি বলে
দোলে পাপিয়ার সুরে।
ভালোবাসি সখী ভালোবাসি তোরে
জোড়া ডাহুকের মতো,
ভালোবাসি বলে পুষ্পের ঘ্রাণে
হই নিতি অবনত।
ভালোবাসি বলে কান পেতে শুনি
নিশুতির ক্রন্দন,
নীলিমায় চষি ভালোবাসি বলে
হরেক আস্তরণ।
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০১/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন