ভাবছো কি হে! ও দৌড়ের উপর কাল (দুটি কবিতা)
===========================@@@
(১) ভাবছো কি হে!
বঙ্গ ভূমেই সাচ্চা জনম মরলে রবে শুয়ে।
বলছো আড়ে তুচ্ছ এ’ দেশ?
চুলায় ছুঁড়ো মিথ্যা আবেশ
হারবে কেন শিরদাঁড়াটা শঙ্কা দ্বিধায় নুয়ে!
দেশ মা কাঁদে বিপর্যয়ে অশ্রু দেখে তবু-
বিবেক বেঁধে পৃষ্ঠে কষে
লাট্টু মারো তক্তে বসে!
কেমন তুমি সু-নাগরিক ভাবছো কি হে কভু!
(২) দৌড়ের উপর কাল
কলজে হাতে দৌড়ের উপর কাল!
আন্দোলনে রাস্তা সরব
ঘর্মে মাথার চাল।
নিত্য জেগে নতুন দাবি
কেড়েই খুশি ভাঁড়ের চাবি
বক্তারও কি শান্ত আছে গাল!
কলজে হাতে দৌড়ের উপর কাল!
দেশ ছাড়ে কেউ রাত্রে যেচে ঘোর,
স্বদেশ ভূমে ফিরবে বলে
কেউ বা খুঁজে ভোর।
রীতি নীতির পানসি অ’লা
মেরামতেই ব্যস্ত তলা
ভোলার ভাবো স্নিগ্ধ সমান ভাল!
কলজে হাতে দৌড়ের উপর কাল!
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৮/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন