হিঙ্গুল মেঘের কথা খুব মনে পড়ে
পাকুড়ের শির -
ওদেরই তো গৃহ বা আবাস,
আর কি দেখতে পাই! কোকিলের ডাক
একদিন কেড়ে নিলো কি কারণে লিলুয়া বাতাস?

ঋদ্ধ বা অটল ছিলো কৈলাসের বুক
আঘাতে আঘাতে হলো ক্ষয়,
কেমনে নক্ষত্র সয় হেন বিপর্যয়!

সকলে বিদায় নেবে নিশুতিরও সুর
সময়ের ট্রেনে,
ভাবনা দিবে কি বাঁশি গোধুলিতে এনে!

তবু -
'কেন যে শরতে আসে ষোড়শী শিশির
আবার বসন্তে যায় চলে!'
ভাবতে ভাবতে হই মূক দিশেহারা
নিরজনে রলে।