ভাবলে তাদের কথা!
========================@@@
ক’জন বুকের টানে, সুবচন ছাড়া
নিরালে র’লেও দানে মমতার ধারা?
না পেয়েও আহ্বান
রোপেছে তাজা জবান
সযতনে বেসে ভালো অবেলায় যারা -
ভাবলে তাদের কথা হই দিশেহারা!
অনেক পেয়েছি ছায়া সখ্যের সার,
পারিনি কিছুই দিতে প্রতিদান তার!
অধরে রা রেখে খোশ
করলেও আফসোস
সাঁঝের সিতারা হয়ে জ্বলে উঠে যারা -
ভাবলে তাদের কথা হই দিশেহারা!
ঘোরালো নিশির বুকে ভাদরের চান,
আমিও তো চেয়েছিনু এমনই পরাণ!
জানবে কভু কি কেউ
টেনেছি মাতাল ঢেউ?
তবুও সহৃদ দিলো পাশে রয়ে যারা -
ভাবলে তাদের কথা হই দিশেহারা!
========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন