ভাববো না সুনয়না!
=========================@@@
আমি) ভাববো না সুনয়না -
ভুলুক দখিনা বায়ু তরু,
লুকাবো অব্যক্ত ব্যথা বিরানের মতো
হলেও সুতাল বিনে শ্যামা ঢাল ক্ষয়ে ক্ষয়ে মরু।
দাবড়ে তাড়াতে ক্ষীণ ক্ষ্যাপাটে এ’ ফেউ -
তুমি শুধু এনে দাও ক্লেশিত মননে
প্রিয় ছোট যমুনার ঢেউ!
আমি) ভাববো না সুনয়না -
না ডেকে ব্যাঙেরা র’লে ঘুমি,
অবাক হবো না দেখে সাঁঝের সদর
গড়লে ঝিঁঝিঁরা হয়ে বিউগল পলাশীর ভূমি।
সাজাতে সেই যে দেয়া খ্যাতি -
তুমি শুধু এনে দাও আমৃত্যুর তরে
এ’ বাদাড়ে জোনাকির বাতি!
আমি) ভাববো না সুনয়না -
শুনে ওই নিশুতির গান,
বারেক পিছন ফিরে কাঁদবো না আর
ঘোরালো ভূতুড়ে ক্ষণ ছিঁড়লেও নীরদের কান।
রুখতে যা তীব্র আর্তনাদ -
তুমি শুধু এনে দাও ব্যথিত গহনে
চির চেনা দ্বাদশীর চাঁদ!
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন