টুকরো কথা -৫৯ (উত্তাল তরঙ্গের লিরিক)
============================@@@
বিলাস বহুল পথের ধারে চোখে পড়লেই
মিছেই শস্য দর্শনে অথবা
মোবাইল টাচে মাতোয়ারা ডাহুক ডাহুকী, -
শক্ত আঘাতে ঝরে নামা কাঁচের মতো কৃত্রিমতা ভেঙে
ডাক দেয় আমাকে এক সোনালী বিকেল।
দগ্ধ অন্তরকে ফুঁ’দিয়ে সারিয়ে তোলে
রক্তিম দিগন্তে মিশতে থাকা দলছুট বকের ব্যাকুলতা,
শীতল পরশ মেখে দেয় আদিম নেত্রালয়ে
গোধূলির সাধে দৌড়ে চলা ক’গুচ্ছ
তৃষ্ণার্ত খুরের আকুতি।
পাহাড়ের আহ্বান
সমীরণ গায় গান
শাপলাও রাখে জমা, পাখালির কলতান!
তারপর ----------
হঠাৎই -
যোদ্ধাহত অশ্বের সাজে কেন জানি জমতে থাকে
সারি সারি মেঘ,
শুধুই রঙিন ঘুড়ির বুক ফুটো করতে ছাড়ে ওরা
তীক্ষ্ণ চঞ্চুধারী অগ্নিবৎ ফোঁটা,
নিমিষেই হারিয়ে যায় সবকিছু
ধেনু-বেনু সব!
তখন আমি?
লক্ষ যোজন পথ পিছনে ফেলে
আবার সেলফির রাজ্যে ফিরে নিভৃতে বসে শুনি
ছন্দ হারা কিছু ’উত্তাল তরঙ্গের লিরিক!’
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন