উঠো হে!
======================@@@

সালাতে রোজার সাথে
বেঁধে আজি মন -
খুঁড়ে দ্যাখো গোর,
খুট করে খুলে যাবে
স্বর্গের দোর।
শয়তান বন্দি
থাকবে না ফন্দি
বাঁকা রিপু সংযমে
পুড়ে হবে খাক -
উঠো হে এলেই কানে
সেহরীর ডাক!

ভাবো দেখি এ সুযোগ
পেয়েও যে ফের -
হারালে তা নিদে,
সইবে কে সাপ হয়ে
দংশালে হৃদে?
’মিলে মিশে চাও ত্রাণ!’
বিধাতারই আহ্বান
নিশ্চয় ইফতারে
মিলবে সে পাক -
উঠো হে এলেই কানে
সেহরীর ডাক!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
12/03/2024ইং।





@বোরহানুল ইসলাম লিটন