চিন্তনে নিশীথ হলে অতিশয় গাঢ়
চেনা সে' পথের বাঁকে বসে রই আমি,
ওখানে জ্যোৎস্না নাচে আমনের ক্ষেতে
খলশে টাকিরে মেখে বোয়ালের মিঠা পাগলামি।

উড়ন্ত ঘোটক যেয়ে আকাশের কূলে
খুরের আঘাতে ভাঙে রুক্ষতার বাস,
আহ্লাদে ছড়িয়ে দিতে তোষকের সফেদ কার্পাস।

উদোম ঘর্মাক্ত শাখে বিবশ হুতুম,
শিমুল পলাশ যাচে বিড়ালেরে ঘুম।

ভুতুড়ে বাদাড় টুটে জোনাকির সারি
দখিনা সমীরে মেলে গীত,
ওখানে সরসে রাখে সদ্যস্নাত ফুল
মসুরি পিরিত।

কখনো সদলে ফিরে দস্যুরূপী হিম
চাইলে জমাট বাঁধি আমারি এ' গায়,
একটা নক্ষত্র নেমে চতুর্দিকে উষ্ণতা ছড়ায়।