তাপ ও অম্বুর সম্পর্ক অবিচ্ছেদ্য।

রৌদ্রস্নাত অম্বু থেকে জন্ম নেয় অম্বুদ,
আবার বৃষ্টি হয়ে নামে
রক্ষার্থে, তাপেরই ভারসাম্য।
অন্যদিকে তাপও ----

তাপ ও অম্বু কারণে নিরোধক, সৃজক,
দোঁহেরই পৃথিবী।
অথচ তাপ -
জানে না
বোঝে না
খুঁজতেও চায় না
কার প্রহার উত্তপ্ত করে নিত্যি সাহারার বুক।