শ্রাবণ মাসের বাদল শেষে
খুকি যাবে চাঁদের দেশে
দাওয়াত খেতে টুনির বিয়ে
আলসে পেঁচক বর,

ভাবছো যাবে কেমন করে?
শুভ্র মেঘের ডানায় চড়ে
সঙ্গে রবে শালিক টিয়ে
ফিরবে ন' দিন পর।