তুমিও কি?
=======================@@@
’মেতেছে পেঁচার দল
শুনবে কে কোলাহল!’
এ’ বাক বকুল তলে সেঁকি তন্দুরে।
ওখানে নিরালে বসে আমারি মতোন -
তুমিও কি গাঁথো মালা ভেজা ভেজা সুরে?
পারছি কি সঁপে দিতে স্বপ্নের দেনা?
হিঙ্গুল মেঘেরা আজ বড় যে অচেনা!
সেজেছে জলের সিঁড়ি
দুর্গম নীলগিরি
না বলা কথার ভার বুকে যতো জুড়ে।
তুমি কি ভাবতে পারো না ভিজায়ে আঁখি -
ধবল বকের সারি কোথা যায় উড়ে?
ও হৃদের স্পন্দন
খুঁজে না গো বন্ধন
আহত আকুতি গেলে গোধূলির খুরে?
সফেদ সফেন গড়ে মন্থনে স্মৃতি -
খুব ভাবি আকাশটা কেন এতো দূরে?
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন