টুকরো কথা -৪৩ (সম্পর্কের জিয়নকাঠি)
=========================@@@
আপন জগত
নিজ কক্ষপথ
স্বীয় কর্তব্য ভুলে কোন নক্ষত্র
খসে নামতে চাইলে পৃথিবীর বুকে
সাধ্য কার আছে যে আটকাবে?
দিবস কখনোই বলতে চায় না -
’হে সূর্য! যেও না তুমি সব ফেলে
গোধূলির পথে।’
বরং -
রেখেও সুদূরে মাটি,
একটা কথাই রচে যায় আকাশ
’দায়বদ্ধতাই সম্পর্কের জিয়নকাঠি!’
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন