টুকরো কথা -৪১ (অথচ ---)
=========================@@@

বাতিল বলে গণ্য করা হয় সাধারণত -
পুরাতনকে!
কেউ ফেলে দেয় -
কেউ বা অবহেলে --
আবার অনেকে দেখি ---

কিন্তু প্রাণের ক্ষেতে?

শতবর্ষী বৃক্ষেও প্রতি বছর মেতে উঠে
নব কিশলয়!

মানুষ বৃক্ষেরই মতন
অথচ ---
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৮/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন