টুকরো কথা -৪০ (ঘুড্ডির বিকেলে আজ)
==========================@@@
সুতো ছেঁড়া ঘুড্ডি আটকে থাকে, তবে
আম্রপালির ডালে।
শালিকের ঠোঁট থেকে ঝরলেও মায়াবিনী সুর
শুধুই তা দস্তখত করে যায়
ঝুল বারান্দায়।
সবুজ ক্ষেতে আলো-ছায়ার লুকোচুরি খেলা
গড়ে দিতে ব্যস্ত
অন্তর্জালের বিকেল।
তৃষ্ণার্ত দৃষ্টিতে পাথুরে পথে চেয়ে ভাবি -
’আসে না কেন কোন দুষ্টুর মতি
চুপিসারে!’
নিতে আসে না কেউ আজ সুতো ছেঁড়া ঘুড্ডি
বরং নতুনত্বের সন্ধানে ছুটে
সৌখিন মার্কেটে।
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন