সে’ আশার অবাধ্যতা
==========================@@@

তোমাকে পাবার আশা ছিলো
জলধির মতো অবাধ্য -
পালিয়ে গেছো অপবাদ দিয়ে যেটাকে, বিধ্বংসী।

মানছি ভাঙা গড়া -
     প্রকৃতির খেলা
          জীবনের খেলা
               জলধিরও খেলা

অমন কথা ভাবার আগে
তবুও কি প্রয়োজন ছিলো না, খোঁজ নেয়ার -
’সমগ্র পৃথিবীর বুকে সত্যিই বেড়েছে কি না
কিঞ্চিত জলসীমা?’

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৭/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন