কিছু মহাজ্ঞানীর কথা
============================@@@

পুঁথিগত বিদ্যার ভারে হোক কিংবা
পারিপার্শ্বিকতা থেকে গ্রহণ করে প্রতিনিয়ত শিক্ষা -
মানুষই একমাত্র প্রাণ যারা জ্ঞান গরিমায় যথেষ্ট সমৃদ্ধ।

দুনিয়াতে সবচে’ কঠিন কাজ
মানুষ হয়ে মানুষ চেনা -
ঠিক বিধাতার মতো করে তবে সেজে নয়!
অথচ পরের স্বভাব চিত্রণের আত্মগর্বে
অনেকে আজ হয়ে উঠছে স্বয়ংই বিজ্ঞ বিধাতা,
প্রয়োজনে মজুদ রেখে সারি সারি হস্ত গণনার পুস্তিকা।

নিশ্চয় তোমরা বিধ্বস্ত কালের মহাজ্ঞানী!
বলনে মননে
ধ্যানে ও জ্ঞানে
কোহিনুর হারা অগণিত মুকুট দেখে
অনায়াসে জানাতে পারো ‘নিশ্চিত এ’ সবই মূল্যহীন!’
শুধু বলতে পারো না
কোথায় লিখে রেখেছে আমার মহান সৃষ্টিকর্তা
মাত্র ক’জন অনুপ্রেরণাদায়ী ভুজিসিকের ভাগ্য!

# বুঝতে অসুবিধা হলে অনুগ্রহপূর্বক ‘ভুজিসিক’
লিখে গুগল সার্চ দিবেন!
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৬/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন