টুকরো কথা -২১
========================@@@
(১) জীবন ও স্বপ্ন
স্বপ্ন বাঁচতে শেখায়
সপ্তরঙা রামধনু দু’চোখে নিয়ে
মেঘালয়ে জাগা সোনালী চিলের মতো,
প্রতিহত করে ঝড় বাদল, প্রতিনিয়ত।
তবে, কোন কারণ বশতঃ
সবচেয়ে আস্থাধারী স্বপ্নটি ভেঙে গেলে
বাসের গ্লাস হয়ে ক্ষিপ্ত হরতালের আঘাতে,
জীবনটা নেতিয়ে পড়েই
সাত তলা বিল্ডিং থেকে ছিটকে পড়া
ক্ষুধার্ত কোন পেইন্টারের মতো।
অর্থাৎ, আগে মর্গে তারপর স্বর্গে!
হঠাৎ বেঁচে গেলে?
নিশ্চিত তাকে বয়ে বেড়াতে হয়
এক লাশ কাটা ঘরের গুমোট, আজীবন।
রচনাকাল -
০৬/০৫/২০২৩ইং।
(২) অন্তর অভিধানের শব্দ
মেঘের ধারাকে সকলেই বলে বৃষ্টি
আবার কুয়াশা থেকে ঝরলে শিশির,
দু’টোই কি নয় জল?
দানবীর দানশীল দানশৌণ্ড আরও ------
বিশেষণেও নিশ্চিত যদি
একটা কথাই জেগে থাকে ‘দান’
তবে -
ভালো না খেয়ে না পরে যারা
অপরের মাঝে কুণ্ঠাহীনে
উৎকৃষ্ট খাদ্য বস্ত্র বিতরণ করে
তাদের কি বলে সম্মানিত করবেন?
বন্যা বা বর্ষণ নয়
শিশিরের অনুরূপও এ’জন্য একটা শব্দ
সংযোজনের প্রয়োজন আছে বলে
মনেই করি না আমি কাগজের অভিধানে!
(অর্থাৎ, সম্মানার্থে অনুভবে সৃজিত শব্দ
হৃদয়ের অভিধানে স্বয়ংক্রিয়ভাবেই লেখা পড়ে যায়)
# কবিতাটি এক ভাইয়ের আচরণে মুগ্ধ হয়ে লেখা।
রচনাকাল
১৬/০৪/২০২৩ইং।
========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন