তবুও হৃদয় দুলে!
======================@@@
নিস্তব্ধ নিশীথে জেগে ভাবি কতো কথা
চিতায় মেঘের কেশ ছুঁড়ে,
তাপিত ধোঁয়াতে উঠে চারিদিক ঘেমে
বিহগীরা ক্ষোভে যায় উড়ে।
ভূতুড়ে আঁধার টলে শ্বাপদের ধাপে
হুতোমের চোখে দিয়ে ধুলো,
অদূরে বুঝি বা খায় হনু রূপী পুষি
থেমে থেমে মটমটে মূলো।
গগনে তবুও দেখি যতোবার চাঁদ
জিজ্ঞাসু দৃষ্টিতে আছে চেয়ে,
নব সাজে এ’ হৃদয় দুলে ততোবার
জানি না কি নিভৃতে পেয়ে।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন