ত্রিপদী -২
=========================@@@
এক পাঁজরে দুঃখ নাচে অন্যে বোবা রাতি,
ক্যামনে এরা এতো আপন! ভাবলে ফেলি ছুঁড়ে
অচিন ঘরে পাই নিজেকে রয় না যেথা বাতি।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৭/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন