তোমার খোঁজে রোজ
======================@@@
ক্ষণিক পেতে একটুখানি খোঁজ
চুপটি মেলে সুপ্ত ভাষার দাবি,
একলা বসে বকুল তলে রোজ
সঙ্গোপনে তোমার কথাই ভাবি।
ভীষণ দূরে দৃষ্টি হলেই স্থির
কেনেই পড়ে বকের পালক খুলি!
চিত্তে বাড়ে দগ্ধ স্মৃতির ভিড়
গুণতে গেলে শুভ্র মেঘের তুলি।
কতোই ফিরে পিছন পানে আশ
দ্বন্দ্বালয়ে ছলকে এলে পানি,
ছন্দ হারায় তপ্ত ভারি শ্বাস
হংস পাশে করলে কানাকানি।
বেলার সাথে স্বপ্ন খোয়ে লোর
স্কন্ধে তবু রচেই চলে আড়ি,
স্নিগ্ধ আকাশ হয় হঠাৎই ঘোর
যখন বুঝি ফিরতে হবে বাড়ি।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৫/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন