তোমাকেই বলি সুনয়না!
=========================@@@
যতোটা দেখেছি তারে এ’ মনন সঁপে
নীরবে নিরলে সঁপে ক্ষীণ ক’টা ভ্রুলতার কণা -
তোমাকেই বলি সুনয়না!
ঘুঘুর সিঁধেল ডাক পৌঁছে কি ও’ কানে!
তটিনীর মৃদু সুর হয়তো বা -
তারেই গিয়েছে বলে ছেড়ে,
দখিনা বাতাস রচে বিরানের আয়ু
নিত্যই আছড়ে পড়ে হলদেটে দূর্বাদের ঘেরে।
পায় না কারোর চোখে আগেকার মায়া
সেই যে বকুল তলে দেখতোই দোঁহে মিলে যতো,
হংসের জলকেলি নয় মনোহর
আজকে ওরাও শুধু বাড়ায় যা নব নব ক্ষত।
নিশীথে চন্দ্রিমা উঠে সুহাসিনী রূপে
জ্যোৎস্না বিলিয়ে দেয় সকলেরে খুব ভালোবেসে,
আহত ঘরের দোরে বুঝে নাকো তবু
কেন যে অযুত অমা ভীড় করে পাশাপাশি এসে।
নিশ্চয় খেয়াল নয়, পাতা হারা শাখে
নির্ঘুম মুক এ’ কোন শালিকের বুকে জাগা ক্ষণ,
যেখানে বিষাদ রচে আষাঢ়ের ঢল
সুখেরা জানান দেয় চৈত্রে ঝরা হিমের মতোন।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন