টুকরো কথা -৬০ (তবে -)
==========================@@@
ট্যাংরা পুঁটি কোনদিনই বাঁধতে পারেনি
নির্জন ঘাটে বড়শি অ’লা
প্রাণেশের দৃষ্টি।
ঘাসফড়িঙ নিশ্চয় লিখেনি ঊষর জমিনে
প্রণয়ের পাণ্ডুলিপি।
আন্দজে ছোঁড়া তিরও জন্ম দেয়নি
কিউপিড সাইকির ইতিহাস।
তবে -
আমি কেন চিনতে পারিনি ক্ষয়িষ্ণু অন্তরীপ?
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন