ঠিক না ভুল!
=======================@@@
’পথ চির জাগা জ্ঞাতির কাঁকালে
ভাগীদারে স্নাত নদী,
মানুষেতে হয় মানুষ বাড়লে
হেনরূপী নিরবধি।’
ক্ষণকাল ভেবে বলো তো বন্ধু
কথাটি ঠিক না ভুল!
দোষ দিও না হে মন্থনে মজে
ঝরলে দু’ দুটো চুল!
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
28/02/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন