ঠিক নেবো গড়ে!
==========================@@@

থাকে নাকো কেউ এই পৃথিবীর পরে
অবেলা যেতেই হয় ফেলে রেখে শান্তনার দ্বার,
হারায় বকের সারি
সোনালী চিলেরও আড়ি
ভাসন্ত নাড়ার মতো ধীরে ধীরে ক্ষয়ে অন্তঃসার-
এলে ডাক ওপারে যাবার।

সকলি হারিয়ে যায়
পিছু কি অম্বুদও চায়!
নিয়মে স্বভাব ভুলে ঘাড়ও হয়ে গত-
তবুও জেগেই রয় আবদার গোধূলির মতো।

টানি বসে জের-
সহস্র বছর পর কোন ভাবে যদি ফিরি ফের!
বিধাতারে কয়ে আমি ঠিক নেবো গড়ে
সবুজ শ্যামল সেই প্রকৃতির ছায়াঘেরা তল,
যেখানে রুখতো ঘাত প্রখরতা যতো-
পরম যতনে সদা জননীর ঘর্মাক্ত আঁচল।

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/১১/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন