থাকে না জাগ্রত কেউ!
===========================@@@
থাকে না জাগ্রত কেউ রয়ে ধরণীতে
অনেকে হঠাৎই পায় পিঞ্জিরায় খুঁজে সে’ লগন,
কেউ বা বন্যার ধারা টেনে ক্ষণকাল
ক্রমশ হারিয়ে যায় কার্তিকের স্রোতের মতোন।
শুধালে মনেরে বলে এমনই তো প্রাণ
ভোরের দূর্বার শিরে স্বভাবে যা শিশিরের চুম,
অদ্ভুত এ’ খেলা বসে খেলছেন বিধি
মৃত্যুকে জন্মের বাসে সসম্মানে সাজায়ে কুটুম।
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন