আকাশে লুকিয়ে নিতি ভেরোনার শ্বাস,
পাহাড়ের কাঁকে গড়ি তুলার আাবাস।
মেঘের উদরে ঢুকি
সায়রের ঢেউ রুখী
খেরোখাতা তটে রেখে আঁকি -
নক্ষত্র তা টের পায় নাকি!