তারই খেলা (অনু)
====================@@@

নিয়মের ফেরে কাঁটাহীন শাখে
ফুটলেও শত ফুল,
দুঃখ ও সুখ পালা করে আসে
কখনও ভেবো না ভুল!

রৌদ্রের জ্যোতি হয়ই হারা গতি
বাঁধলে নীরদ ভেলা,
হাসির উদরে কান্নার বাস
নিশ্চয় তারই খেলা!

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৪/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন