মানুষের প্রাণ - দেহেরই জবান
আকাঙ্খা স্বাধীন যেনো পাখি,
ডানা মন স্বপ্ন তার আঁখি।
বিশ্বাস বন্ধন - হাস্যের ক্রন্দন
এখানেই চির মাখামাখি।

এখানেই সবে - রবে অনুভবে
গেয়ে যায় জীবনের গান,
জেনো তা অদৃষ্টের সম্মান।

তারপরও -
ক্ষয়েই প্রাণের মজ্জা নয়
অনেক সময়ও করে ক্ষয়
বুঝে গেছি ঘষে-মেজে হুঁশ,
বিশ্বাস হারালে দমে বাঁচে না মানুষ।