দেখেছি কনকনে মাঘে,
এক ফালি রৌদ্রতে -
কতোটা তৃপ্তিতে হাসে অর্ধ-উলঙ্গ ফেলানিরা।

ভাঙা পাঁজরের অস্থি মজ্জায় বেঁধে সবুজায়ন,
ঠিকই প্রমাণ করে অম্বুদ -
জীবন নিশ্চল নয় বরং হার না মানা কারিগর।

থামতে পারে ধারা প্রতিবন্ধকতায়।
এ' কথা মিথ্যা নয় যে -
স্থবিরতায় ধুঁকছে দু' একটা নদীর গতিপথও।

তবে ---
বঙ্গকে পেতে
সজনে-কলমির গন্ধ না টানলে
নিস্তব্ধ নিশীথে -
তেপান্তরের কোলে ঝরে পড়ে টব বিলাসী নক্ষত্র।