টুকরো কথা -৫১ (শূন্যতা)
===========================@@@

সব প্রাপ্তি বা অপ্রাপ্তির আধিপত্য স্থায়ী হয় না
নির্জন প্রকোষ্ঠে।

প্রতিটি অন্তরই জানে -
আচ্ছাদন হীন ভস্ম শুধু গাত্রই নয়
সুখ্যাতিও বিনষ্ট করে জীবন্ত ফিটনের।

অনিচ্ছার এহেন আড়ে উদিত ইচ্ছার প্রাঞ্জলতা-ই
প্রকৃতপক্ষে শূন্যতা।

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/১০/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন