দয়ার সাগর আল্লাহ তুমি
তুমিই মেহেরবান,
জগতের এই বিচিত্রিতা
তোমারই বিধান।

পাহাড় নদী আকাশ পাতাল
পাখির কলরব,
চন্দ্র তারা তোমার সৃজন
আদিত্যের বৈভব।

শস্য তরু বাতাস আলো
রাত্রি দিবার দম,
তোমার কৃপার স্বাদ না পেলে
সকলি অক্ষম।

ফেরেশতা জ্বীন তোমার অধীন
তোমার প্রিয় দান -
'সৃষ্টি কূলে শ্রেষ্ঠ মানুষ
শ্রেষ্ঠ আল-কোরআন।'