সত্যি নিজেকে বড় দুখী মনে হয়!
========================@@@
বসলে নদীর বাঁকে মিঠা কথা স্মরি,
আশারা সাজতে চায় পাল তোলা তরী।
ছোট ছোট ঢেউগুলি
নেচে করে কোলাকুলি
নীরবতা কেন গড়ে জেনেও আলয়?
সত্যি নিজেকে বড় দুখী মনে হয়!
বিকেলে এলেই কানে শালিকের গীতি,
এ’ পাঁজরে জেগে উঠে চির চেনা প্রীতি।
গুঁজি শ’ বকুল তুলে
নীরদের এলোচুলে
তখনি চেতনা হলে স্বভাবে বিনয় -
সত্যি নিজেকে বড় দুখী মনে হয়!
হারালে সবুজ মাঠ রাখালের গলে,
আনমনে ছুটে যাই হিজলের তলে।
মাছরাঙা টেনে রবি
নীলিমায় আঁকে ছবি
দেখেও না পেলে বক হারানো অভয় -
সত্যি নিজেকে বড় দুখী মনে হয়!
জাগলে হিয়ার মাঝে অবেলা কাঁপন,
ঠিকই বুঝি সেই পথ কতোটা আপন।
গো-ছাগের বাড়ি ফেরা
নইলে কি করে জেরা?
বুঝেও লাজুক জ্যোতি না হলে সদয় -
সত্যি নিজেকে বড় দুখী মনে হয়!
আনত হলেই নিদে গোধূলির আঁখি,
ব্যাকুলে নীড়ের পানে ধেয়ে চলে পাখি।
শ্যামলা বদনে তার
আমি রচি আবদার
সহসা আঁধার হলে অদূরে উদয় -
সত্যি নিজেকে বড় দুখী মনে হয়!
========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন