সত্যের সত্য ও সত্য
====================@@@
সত্য কি ধন খোঁজ রে মনা
উচ্চে রেখে শির,
সত্য বিনে রয় না ভালে
উন্নত তকদীর!
সত্য চির ধ্যান বা জ্ঞানের
স্বচ্ছ সজীব প্রাণ,
সত্য হলো সৎ ও সাধুর
দোজাহানের ত্রাণ!
সত্য সে যে শাশ্বত সুর
হীরক দ্যুতির ধার,
যায় কি রোখা সত্য বিনে
ঘোর আঁধারের ভার?
সত্য রা দম বুকের ছাতি
বিশ্বাসীদের পণ,
সত্য জনম সেই তো মরণ
অন্তরের স্পন্দন!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৬/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন