সত্যের সুর
======================@@@
সভ্যের ধন বলি নাকো তারে
রয়নি যে হৃদ পুড়ে,
পায় কি মূল্য চক চকে ধুলি
আশমানে গেলে উড়ে?
ফাগুন হলেও রঙে রঙে চুর
কালো কোকিলাই গানে সুমধুর,
মেঘের দুঃখ নিশ্চয় জেনো
চির যৌবনা তুলি!
মন্থন বিনে কখনো কি ঝরে
অমিয় সুধার বুলি?
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন