সরকারী না দরকারী! (পুঁচকে ছড়া)
======================@@@

’সুস্থ্য র’বে যে খাবে রোজ
তৈল কমে তরকারী’
এই যে ও ভাই কও তো এ’ বাক
সরকারী না দরকারী?

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৮/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন