দ্যাখো চেয়ে মিছে নয় সতত এ' দৃশ্য,
ছোড়া যা তা ছোড়া নিয়ে ধাবমান বিশ্ব।
ছোড়া কাদা ছোড়া ঢিল কভু নয় অল্প,
ছোড়া কথা বাঁধে নিতি মনোহর গল্প।
ছোড়া গালি বিনে কি হে কৃত মনোকষ্ট!
ছোড়া পিক বর্ধনে বাস-সাজ নষ্ট।
ছোড়া ডাক ছোড়া হাঁক স্ব-স্বভাবে মিষ্টি,
অশনির চেয়ে কড়া ছোড়া বাঁকা দৃষ্টি।
ছোড়া ফুঁকই রচে সুখ যেটি মায়া মন্ত্র,
ছোড়া ক্রোধ ফুলে-ফেঁপে বিনাশির যন্ত্র।
ছোড়া বালি ছোড়া তালি টুটে গড়ে দ্বন্দ্ব,
ছোড়া চালে দলী-বলী মত্যের চন্দ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।