সংসার
=======================@@@

সেই যে পাকা ক্ষেন্তি ভাবি
বললো সেদিন ডেকে,
ভর দিনমান তোদের দেখি
থাকেই বদন বেঁকে।

উথলে না কি মনের কোণে
একটুখানি আশা,
নিদ হারা দুই ঘুঘুর বুকে
সঁপি ভালোবাসা?

তোর ভাই আমি কত্তো খুশি
গিট্টু মেরে মতি,
শুধায় ভোলা জানছো গো যা
সত্যি কি তা অতি?

মানছি ও এক চিমটি দিলে
শোধতে রোপী থাবা,
রাত্রি হলেই ফের মেলি কি
এমনি লুডো দাবা!

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন