সংগ্রাম যুদ্ধে গিয়েছিলো

তারপর -
বহুদিন অন্তর ফিরে আসে ঠিকই
তবে বাকশক্তিহীন।

আজ -
এরূপ সংগ্রাম সর্বত্র।
সকলে বুঝে না -
বুঝতে পারে না এদের ব্যক্ততা

আর তাই -
পানির চেয়ে পান মূল্যবান
বিশ্বব্যাপী।