"মৃত্তিকার তপ্ত তৃষা দেখে নিরালায়
পোয়াতি মেঘেরা পাড়ে ঘুটঘুটে ছানা,
হলে এ' সৃষ্টির নেশা ভুখ অফুরান
কোথায় বৃষ্টির ধারা সমীরের গান! "
বিবর্তনে হেন ছাল পাবেই না ক্ষিতি
নয়কো এ' প্রথা -
এথাও জাগ্রত রয় বৃক্ষ রূপে সমর্পিত কথা।