সবাই নীরবে কাঁদে ও
কখনও হারে না প্রেম (দু’টি অণু)
=========================@@@
(১) সবাই নীরবে কাঁদে
পৃথ্বীও নীরবে কাঁদে শমনের ভয়ে
নিয়ত হারায় বুক ক্ষয়ে ক্ষয়ে চির চেনা ছিরি,
মানুষ তো ছোট প্রাণ
খসলে সুরেলা গান
কেনেই আহত হৃদে জাগবে না বিষাদের গিরি!
(২) কখনও হারে না প্রেম
যায় না কখনও হেরে প্রেম ভালোবাসা
বিরল কারণে কভু হলেও পতন,
সুরুজ ঘুমালে পাটে
আঁধার নামলে বাটে
কর্কশ ভূমির বুকে জাগা শেষে ঘাসে
নিজেরে জানান দেয় ঝরে ক্ষীণ হিমের মতোন।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন