সবাই বলি!
বোরহানুল ইসলাম লিটন
---------------------------------
ভুলে করেও পরের ক্ষতি
রয় যে আড়ে ক্ষম বিনা,
হোক সে যেমন নেয়ই ফেরত
সময় তার এ' ধার দেনা।
দিবায় সেচে ঘুটঘুটে রাত
দুখীর মনে দেয় যে আঘাত,
লাথ দিলে কেউ পরের মানে
কবর ডাকে 'আয় কানা!'
থাকতে সুযোগ সবাই বলি
'হে দয়াময় চাই পানাহ!'