স্নেহের জয়
======================@@@
অদ্য দেখি গুড় এ’ নদীর ঢালে
সময় তখন তেরছা বিকেল বেলা,
এক বুড়ি এক চেংড়া ছাগল তালে
মর্জি বিনেই গড়ছে আজব খেলা।
ধৈর্য কিনে চিত্তে বেঁধে আশা
ক্লান্ত বুড়ি চাচ্ছে যদি দড়ি,
হেঁচকা টানে স্তব্ধ করে ভাষা
দুষ্টু ছাগল ভাবছে ভাবো অরি!
নিচ্ছে দড়ি নাগাল দিয়েই কেড়ে
উঠছে যেয়ে ক’ ধাপ দূরেই ডাকি,
গুনছি চুপে আঙুলের গিট নেড়ে
আবার ভুলে ওদের দিতে ফাঁকি।
এহেন সময় অনেক করে গত
ধরলো গলা যখন নানান ছলে,
অবুঝ মতি হারলো শিশুর মতো
ক্রোধ গোঁ সঁপে মাতৃ স্নেহের তলে।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০১/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন