যখন নির্জনে থাকি খুব নিরজনে
কখনো কখনো হয় মনে,
শান্ত কোন নগরীর মাঝ দিয়ে
সতর্কে চলেছি হেঁটে একা আমি স্মৃতি আহরণে।

দু' পাশে সফেদ বাড়ি মাটি দিয়ে গড়া
ছায়াঘেরা ছাতিমের তল,
ওগুলো প্রাসাদ নয় তবু যেন দেখি
নিশ্চিতই এক একটা গুণে-মানে মমতা মহল।

ওখানে মানুষ আছে গায় ওরা গান
কাউকে যায় না পাওয়া ভেবো না এ মিছে,
যেমন সদলে ফিরে প্রতিধ্বনি পাহাড়ের নীচে।

খানিকটা হেঁটে গেলে চোখে পড়ে সতেজ বাগান
ফুটন্ত হরেক ফুল সুবাসিত শ্বাস,
মাটিতে মিশেছে নেমে এখানেই সপ্নিল আকাশ।

তারপর  -
যেদিকে তাকায়ে খুঁজি স্মৃতি,
নীলাভ প্রাচীরে পাই দগদগে কষ্ট দিয়ে আঁকা
গ্রাফিতির বুকেও গ্রাফিতি।