স্মার্ট সাপুড়ে
======================@@@

দয়ারামঃ
            ও বাবুরাম সাপুড়ে
            কেমন তুমি বাপুরে
            ভেঙেছো কি বীণ!
            পালায় কেন তোমায় ভেবে
            সব লোকই হে ভিন?

বাবুরামঃ
            স্মার্ট সাপুড়ে আমি
            থাকবে না পাগলামি
            ভিন্নতা আবদার!
            দেখবে নাকি কেমন এ সাপ?
            সাচ্চা হে ভাইপার!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৭/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন