শিষ্ট-তাকে
======================@@@
শিষ্টতাকে ক্যামনে করি পাড়
সঙ্গোপনে, জানবে কি কেউ বলো?
চড়ছি পেয়ে সদ্য বাঁশের আড়
জল যা নীচে ক্ষিপ্র টলোমলো।
ঝটকা বায়ে ও মা এ কি হাল!
শক্ত খুঁটিই থর থরিয়ে নাচে,
মাথার উঁচে মেঘ দেখে এ’ হাল,
চুপটি ভাবে চাইলে কদম বাঁচে?
জানায় ডেকে মাতাল ঢেউয়ের টান
’দ্যাখ রে চেয়ে দু’পাড় সমান দূরে!’
গাইছে যে কেউ ঝোপের পাশে গান
কাড়তে রচে ধীর যা মতি সুরে।
সূর্য স্মরে ভাবছি ভীষণ ঘেমে
কোনদিকে যাই কমবে যাতে চাপ!
কয় ভোলা মন চল না থেমে থেমে
দিস নে ক্ষোভে ডান বা বামে ঝাঁপ!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৬/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন